‘দেখিয়ে দিতে থাকো তুমি এক নম্বর,’ মেসির উদ্দেশ্যে সুয়ারেজ
আর দশটা দিনের চেয়ে শুক্রবারের দিনটা লুইস সুয়ারেজের জন্য ছিল আলাদা। কেটেছে ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে। উত্তীর্ণ হতে হয়েছে মেডিকেল পরীক্ষায়। এরপর দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার কাজ সম্পন্ন করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। তবে এতকিছুর মাঝেও প্রিয় বন্ধু লিওনেল মেসির কাছ থেকে পাওয়া আবেগপূর্ণ বিদায়ী বার্তার জবাব দিয়েছেন তিনি।
স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায় সুয়ারেজের ছয় বছরের অধ্যায়ের ইতি ঘটেছে। ৩৩ বছর বয়সী তারকা এখন থেকে অ্যাতলেতিকোর জার্সিতে লা লিগায় খেলতে নামবেন। তবে তাকে যেভাবে ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে, তা মেনে নিতে পারেননি আর্জেন্টাইন তারকা মেসি। সুয়ারেজের বিদায়বেলায় তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্লাবের সমালোচনায় মুখর হতেও পিছপা হননি বার্সা অধিনায়ক।
মেসি লিখেছিলেন, ‘তোমার বিদায়টা ঠিক তেমনই হওয়া উচিত ছিল, যেটা তোমার প্রাপ্য। তুমি ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ব্যক্তিগত ও দলীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে তোমার।... তবে সত্যি বলতে, কোনোকিছুই আমাকে আর অবাক করে না।’
পরে ইন্সটাগ্রামেই মেসির বার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজ। তার বার্সায় যোগ দেওয়ার শুরুর দিন থেকে পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। পাশাপাশি প্রাণের বন্ধুকে দারুণ একটি পরামর্শও দিয়েছেন তিনি।
সুয়ারেজ লিখেছেন, ‘বন্ধু, বার্তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যেভাবে পাশে থাকছ, আমার ও আমার পরিবারের জন্য প্রথম দিন থেকেই তুমি যা কিছু করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি মানুষ মেসির প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব যে কিনা মজার ও আবেগপ্রবণ, কারণ সবাই খেলোয়াড় (মেসিকে) চেনে। আমি তোমাকে যা বলেছি তা ভুলে যেও না: নিজেকে উপভোগ করে যাও, দেখিয়ে দিতে থাকো তুমি এক নম্বর।... বন্ধু, তোমাকে খুব ভালবাসি এবং তোমাদের পাঁচ জনকে (মেসি, তার স্ত্রী ও তাদের তিন সন্তান) মিস করব।’
উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে সুয়ারেজের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। কিন্তু নতুন কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় না থাকায় ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে।
Comments