আবারও ট্রেন লাইনচ্যুত, ঢাকা-নারায়ণগঞ্জে রেল যোগাযোগ বন্ধ
নারায়ণগঞ্জ শহরে একটি মিটারগেজ কমিউটার ট্রেনের বগি আবারও লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকালে উকিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর পৌনে ৩টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল পৌনে ১০টার ট্রেন বিলম্ব হওয়ায় ১০টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। উকিলপাড়া পৌঁছে ট্রেনটির পেছনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কখন ট্রেন চলাচল শুরু হবে তা বলা যাচ্ছে না। ইতোমধ্যে দুই জোড়া ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।’
Comments