কক্সবাজারের ৮ থানার নতুন ৮ ওসির যোগদান

কক্সবাজার জেলার আট থানায় নতুন আট পুলিশ পরিদর্শককে ওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজ নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
Coxsbazar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার আট থানায় নতুন আট পুলিশ পরিদর্শককে ওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজ নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক( ডিআইজি) এক আদেশে এই আট কর্মকর্তাকে ওসি হিসেবে পদায়ন করেন।

বহুভাবে আলোচিত ও ইয়াবার জন্য ব্যাপক পরিচিতি পাওয়া সীমান্ত থানা টেকনাফের ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত মোহাম্মদ হাফিজুর রহমানকে। এ ছাড়া, সাতক্ষীরার শেখ মুনিরউল গিয়াসকে কক্সবাজার সদর মডেল থানা, সুনামগঞ্জের আহম্মদ সনজুর মোরশেদকে রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া থানা, নওগাঁর মোহাম্মদ আবদুল হাইকে মহেশখালী থানা, গোপালগঞ্জের শাকের মুহাম্মদ জুবায়েরকে চকরিয়া থানা, নীলফামারীর কে এম আজমিরুজ্জামানকে রামু থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইফুর রহমান মজুমদারকে পেকুয়া থানা ও মৌলভীবাজারের মো. জালাল উদ্দীনকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে তাদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে একই পদে কক্সবাজার জেলা পুলিশের প্রশাসন শাখায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরে, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলে,  চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কাজী শাহাবুদ্দীন আহমদকে কক্সবাজার ট্রাফিক বিভাগে, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল ইসলামকে চকরিয়া সার্কেলে ও খাগড়াছড়ি জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।

ডিএমপিতে বদলি হওয়া কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ‘আমিসহ ছয় জন আজ শনিবার দায়িত্ব হস্তান্তর করব। বাকি অপরজন ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার কালকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। আজ নবনিযুক্ত আট থানার ওসিরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।’

পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে কক্সবাজার জেলা পুলিশে নতুন ৪০ জন পরিদর্শক, ১০ জন ট্রাফিক পরিদর্শক, ১৮৯ জন উপপরিদর্শক, ৮ জন ট্রাফিক সার্জেন্ট, ৫ জন শহর উপপরিদর্শক, ১৬৯ জন সহকারী উপপরিদর্শক, ১৯জন শহর সহকারী উপপরিদর্শক, ৫০ জন নায়েক ও ১ হাজার ৭ জন কনস্টেবল পদায়ন করেছে। 

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

10h ago