২১ মার্চের টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর জেদ্দা যেতে পারবেন
জেদ্দাগামী যেসব যাত্রীর কাছে গত ২১ মার্চের টিকিট আছে তাদের আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স। এজন্য যাত্রীদের আগামীকাল ২৭ সেপ্টেম্বর বিমানের সেলস অফিসে যোগাযোগ করতে বলেছে বিমান।
আজ বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে যাত্রীদের টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত এ্যাপস বা লিংক থেকে অনুমোদনসহ যোগাযোগ করতে বলা হয়।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট বুকিং দেবে বিমান। নতুন ফ্লাইট অনুমোদন অনুযায়ী পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ কারণে অন্য যাত্রীদের এখন অযথা কাউন্টারে ভিড় না করার অনুরোধ করা হয়।
উল্লেখ্য, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে। তাই সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।
Comments