লিবিয়া উপকূলে নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ২২, নিখোঁজ ১৬

ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন।
ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে প্রতিবছর অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা ঘটে। ফাইল ছবি এপি

ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশিসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন।

গতকাল শুক্রবার জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে পালিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার গভীর রাতে নৌকাটিকে ডুবে যেতে দেখে। তাদের চেষ্টায় বাংলাদেশ, মিশর, সিরিয়া, সোমালিয়া ও ঘানার ২২ জনকে উদ্ধার করা হয়।

আইওএম জানায়, এ ঘটনার পর সমুদ্রে তিনটি মরদেহ ভাসতে দেখা যায়। তাদের দুজন সিরিয়ার বলে জানা গেছে।

বুধবার গভীর রাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে জিলিটেন শহর থেকে নৌকাটি যাত্রা করেছিল।

লিবিয়ার কোস্ট গার্ড জানায়, নিখোঁজদের উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

Comments