পার্বতীপুরে দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার রাতে কোনো এক সময় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঝাউপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আজ সকালে গ্রামের লোকজন দেখতে পায় স্বপনের ঘরের দেয়াল ভেঙে পড়েছে। দ্রুত মাটি সরানো হয় কিন্তু ততক্ষণে স্বপন (৩০), তার স্ত্রী সারজান (২৫) এবং তাদের দুই সন্তান হোসাইন (৭) ও হাসিবুরের (৫) মৃত্যু হয়েছে। তারা একই বিছানায় শুয়ে ছিল।’
হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, ‘স্বপন পেশায় ভ্যানচালক ছিলেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। টানা বৃষ্টির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।
Comments