পঞ্চগড়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপির গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার বোদা থানায় দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের সোয়বর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০) এক গৃহবধূকে (৩৫) ধর্ষণ করে।
তার স্বামী একজন চাল ব্যবসায়ী এবং ঘটনার সময় তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে পাচপির হাটে ছিলেন বলে জানান, থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া।
মামলার বিবৃতি অনুসারে, শফিকুল সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে এবং গৃহবধূকে ধর্ষণ করে।
এক পর্যায়ে গৃহবধূ সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে শফিকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে গৃহবধূকে থানায় নিয়ে আসে এবং গতকাল বিকেলে পঞ্চগড় সদর হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করে।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে পরিদর্শক আবু সায়েম মিয়া বলেন, ‘পুলিশ অপরাধীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।’
Comments