‘আমরা ভারতীয়রা রসকষহীন’, গাভাস্কারের সমর্থনে ফারুক ইঞ্জিনিয়ার
বিরাট কোহলির অনুশীলন ঘাটতি নিয়ে আলোচনা করতে গিয়ে স্ত্রী আনুশকা শর্মার নাম নেওয়ায় সমালোচনায় পড়েছিলেন সুনিল গাভাস্কার। কড়া প্রতিক্রিয়ায় সাবেক এই ক্রিকেটারকে বার্তা দেন বলিউড তারকা আনুশকা। তবে বিষয়টি এত গুরুতর করে ফেলাতে হতাশা জানিয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার। তারমতে, ভারতীয়রা আসলে কৌতুকের মাজেজা বোঝে না।
এবার আইপিএলে নেমে তাল পাচ্ছেন না কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক প্রথম ম্যাচে করেছিলেন ১৪, পরের ম্যাচে ১ রানেই ক্যাচ দেন। এতে তার অনুশীলন ঘাটতি উঠেছে আলোচনায়।
লকডাউনের সময় নিজেদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে স্ত্রী আনুশকার বোলিংয়ে কোহলির ব্যাট করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। কোহলির বেহাল দশায় সেদিকে ইঙ্গিত করে গাভাস্কার মন্তব্য করেন, ‘ লকডাউনের সময়ে, সে শুধুমাত্র আনুশকার বোলিংয়েই অনুশীলন করেছে। এটা তার জন্য খুব একটা উপকার করবে না।’
আরও পড়ুন- গাভাস্কারের উদ্ভট মন্তব্যে খেপেছেন আনুশকা
এরপরই তীব্র প্রতিক্রিয়া আসে আনুশকার কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় আনুশকা ক্ষোভ ঝাড়েন গাভাস্কারের উপর, 'জনাব গাভাস্কার, আপনার বার্তাটা অরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই স্বামীর খেলার জন্য তার স্ত্রীকে দোষারোপ করার মতো কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করার কথা ভাবলেন কীভাবে? ’
পরে গাভাস্কারও তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন। এই নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টিকে হালকা করে দেখা যেত বলে মত দিয়েছেন ফারুক, 'আমরা ভারতীয়রা আসলে রসকষহীন। সুনিল যদি আনুশকা শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে বলে থাকে, এটা অবশ্যই মজার করে বলা কথা। কোনভাবেই তা খারাপ উদ্দেশে বা অসম্মান করে বলা নয়।'
ফারুকের মতে, ফ্যাক্ট নিয়ে বলতে গিয়ে কৌতুক করেছিলেন গাভাস্কার। যা গুরুত্ব না দিলেও চলত, 'সুনিল গাভাস্কারকে আমি যতটা চিনি জানি, আমি নিশ্চিত সে এটা কৌতুকবশত বলেছে। আনুশকা এর প্রতিক্রিয়া দেওয়ার পর লোকজন খুব সিরিয়াস হয়ে গেল।'
'আপনারা যদি ধারাভাষ্য শুনেন। আকাশ আর আমি হিন্দি চ্যানেলে ধারাভাষ্য দিচ্ছিলাম। আকাশ একটা ফ্যাক্ট বলছিল যে, সবার জন্যই পর্যাপ্ত অনুশীলনের খুব কম সুযোগ ছিল। প্রথম দিকের ম্যাচে যা অনেক খেলোয়াড়দের জড়তার কারণ হয়েছে।'
'রোহিত প্রথমদিকে ভালভাবে বল মারতে পারছিল না, ধোনি পারছিল না। বিরাটও পারছিল না। বেশিরভাগ ব্যাটসম্যানই ভুগেছে অনুশীলনের ঘাটতিতে।'
Comments