পটুয়াখালীর আন্ধারমানিক নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন
ইলিশের অভয়াশ্রম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে আজ রোববার বেলা ১১টায় স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নদীটিকে দখল ও দূষণের কবল থেকে রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কলাপাড়া পৌরসভার হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীতীরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখা ও পাখিমারা পানি জাদুঘর এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, প্রভাষক ও কৃষিবিদ বিধান চন্দ্র সাহা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বাপার কলাপাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক শাহাদৎ হোসেন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু।
কর্মসূচিতে বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল ও দূষণমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ এবং ভরাট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, কলাপাড়া উপজেলা শহরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত আন্ধারমানিক নদীটি ইলিশের অভয়শ্রম হলেও এটির তীরবর্তী স্থান স্থানীয় লোকজন দখল করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রেখেছে। পাশাপাশি পৌরসভার নিজস্ব ডাম্পিং সাইট না থাকায় শহরের যাবতীয় ময়লা-আবর্জনা এ নদীতেই ফেলা হয়। এতে নদীটির পানি ক্রমাগত দূষিত হচ্ছে।
Comments