সিরাজগঞ্জে চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতনের প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার সকালে রসুলপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করে পুলিশ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
এ নির্যাতনের ঘটনায় আহত যুবকের পরিচয় মিললেও ভুক্তভোগীকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ফরহাদুল ইসলাম হ্যাপি ওরফে হ্যাপি হোসেন (৪৫) কামারখন্দ উপজেলার জামতইল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। হ্যাপিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে রোববার কারাগারে পাঠানো হয়েছে।
ছাগল চুরির অভিযোগ এনে ২৫ বছর বয়সী যুবক শফিককে ধরে এনে একটি গাছের সাথে বেঁধে নির্যাতন চালায় হ্যাপি। হ্যাপির নির্মম নির্যাতনে ওই যুবকের হাতের আঙুল ভেঙ্গে যায়। ঘটনার সময় স্থানীয়রা এ ঘটনার ভিডিও ক্লিপ ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পড়ে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শনিবার কামারখন্দ থানায় মামলা করে পুলিশ।
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, এ ধরনের ন্যক্কারজনক অপরাধের কোনো ক্ষমা নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।
আরও পড়ুন:
চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙ্গে দেয়া হয়েছে আঙ্গুল
Comments