খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতরা ডাকাত দলের সদস্য: পুলিশ
খাগড়াছড়িতে চাকমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত নয় আসামি একটি ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
আজ রোববার সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নয় আসামির মধ্যে ইতোমধ্যে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীকে ধর্ষণ এবং তার বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র লুট করার কথা স্বীকার করেছে।
চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হওয়া সাত জন হলেন- মো. আমিন (৪০), মো. বেলাল হোসেন (২৩), মো. ইকবাল হোসাইন (২১), মো. আব্দুল হালিম (২৮), মো. শাহিন মিয়া (১৯) মো. অন্তর (২০) এবং মো. আব্দুর রশিদ (৩৭)। এরা সবাই খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ি জেলা শহরে ভুক্তভোগীর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা প্রবেশ করে। এরপর তারা ভুক্তভোগীর মা-বাবাকে বেঁধে তাকে ধর্ষণ করে এবং ওই বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায়।
খাগড়াছড়ির এসপি মোহাম্মদ আবদুল আজিজ জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
Comments