সিরাজগঞ্জে পাচারকালে ১৩৪ বস্তা সরকারি চালসহ ৩ জন আটক
সিরাজগঞ্জের পাচারের সময় ট্রাকসহ খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
এ সময় চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি এলাকার একটি গুদাম থেকে পাচারের জন্য ট্রাকে লোড করার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহামুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলার কৈজুরি বাঁধের উপর একটি গুদাম থেকে চাল লোড করে ট্রাকে করে পাচার করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকের ভেতর থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার করে পুলিশ।’
‘প্রতি বস্তায় ৬০ কেজি করে চাল আছে। এ সময় চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক, চালকের সহকারী এবং এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছড়া, চালসহ ট্রাকটিও জব্দ করা হয়,’ বলেন তিনি।
শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ধারকৃত চাল সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে হত দরিদ্র মানুষের মাঝে বিক্রির জন্য। চাল পাচারকারী চক্র বিভিন্ন মানুষের মাধ্যমে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির এসব চাল কম মূল্যে কিনে কালোবাজারে বেশি দামে বিক্রি করে থাকে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আমরা আরও কিছু নাম পেয়েছি।’
এ ঘটনায় গ্রেপ্তার তিন জনসহ ছয় জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় চাল পাচারের অভিযোগে মামলা করে খাদ্য বিভাগ।
Comments