পদ্মায় যাত্রীবাহী লঞ্চে ফাটল, চরে জরুরি নোঙর
মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া শ্রেষ্ঠ-২ নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ড্রেজিংয়ের টুইন-শিপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাঁঠালবাড়ি ঘাটগামী লঞ্চটি চ্যানেলে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চটিতে ফাটল দেখা দিলে পদ্মার চরে জরুরি নোঙর করা হয়।
তবে, কতজন যাত্রী লঞ্চে ছিল তা নিশ্চিত করতে পারেনি বিআইডব্লিউটিএ।
আজ রোববার রাত সাড়ে সাতটার দিকে মাদারীপুরের শিবচর অংশের চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রাত সাড়ে আটটা পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্ঘটনার পরে লঞ্চের তলা ফেটে যাওয়ায় পদ্মার চরে দ্রুত নোঙর করা হয়। যাত্রীদের অনেকে চরে ও অনেকে ড্রেজারের জাহাজে আশ্রয় নেয়। পরবর্তীতে অন্য একটি লঞ্চে করে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। লঞ্চের ভিতর কতজন যাত্রী ছিল তা এখন বলা সম্ভব নয়।’
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন বলেন, ‘সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাট থেকে শ্রেষ্ঠ-২ নামের লঞ্চটি যাত্রী বহন করে কাঁঠালবাড়ি ঘাটের দিকে ছেড়ে যায়। এরপর চ্যানেলে প্রবেশের সময় বিআইডব্লিউটিএ’র ড্রেজিংয়ের টুইন-শিপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লঞ্চের ডান পাশে ফাটল দেখা দেওয়ায় তাৎক্ষণিক পার্শ্ববর্তী পদ্মার চরে নোঙর করা হয়। ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে কাঁঠালবাড়ি ঘাটে নিয়ে যাওয়ার জন্য দুইটি লঞ্চ রওনা করে। এই লঞ্চটি মেরামত না করা পর্যন্ত চলাচল স্থগিত রাখা হবে।’
লঞ্চটিতে কতজন যাত্রী ছিল তা জানা না গেলেও খুব বেশি যাত্রী ছিল না বলে জানান তিনি।
Comments