অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড
রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জন বিভিন্ন সময় আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এর আগে, নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ১৫ জুলাই সাতক্ষীরায় গ্রেপ্তার হন সাহেদ।
এরপর ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার সেক্টর-১১ নম্বরের একটি বাড়ির সামনে তার গাড়ির খোঁজ পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেসময় গাড়ির ভেতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
ডিবি পরিদর্শক মো. সাইরুল ইসলাম গত ৩০ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ২৭ আগস্ট সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১।
Comments