ভার্চুয়াল কোর্টে ৫০ হাজারের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে: আইনমন্ত্রী
মহামারিতে দেশে সাধারণ ছুটির মধ্যে ভার্চুয়াল আদালত কার্যক্রম এগিয়ে নেওয়ার মাধ্যমে ৫০ হাজারের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ভার্চুয়াল আদালত পরিচালনার সুফল তুলে ধরে তিনি বলেন, এতে কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী রাখার সমস্যার সমাধান হয়েছে।
মুন্সিগঞ্জে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আট তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেছেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্টকে আরও কার্যকরী করতে প্রধান বিচারপতি যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য আইসিটি বিভাগকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুই হাজার ৮০০ কোটি টাকার ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হচ্ছে যা এখন পরিকল্পনা কমিশনে আছে। এ প্রকল্প কিছুদিনের মধ্যে একনেক বৈঠকে উঠবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ৩১ লাখ মামলার জট থাকবে না।
তিনি বলেন, গত ১২ বছরে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা যতটা সক্রিয় ছিলেন তাতে সহযোগিতা করেছে বিচার বিভাগ। এই সহযোগিতা এবং বিচার বিভাগের কাজ যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ নিশ্চিতভাবে সফল হবে।
৩১ লাখ মামলাজট নিয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন। যে মামলাগুলোর বিচার না হলে আইনের শাসন ব্যাহত হতো সেগুলোর বিচার তার সরকারের মেয়াদে সম্পন্ন করা হয়েছে।
Comments