২১ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল

তিনটি ট্রিপে ফেরিগুলো যানবাহন পারাপার করে। ছবি: স্টার

নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর তিনটি ফেরি দিয়ে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। তবে, আজ সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে তিনটি ফেরি (কুমিল্লা, ফরিদপুর ও ক্যামেলিয়া) যানবাহন পারাপার করে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার দুপুর থেকে চায়না চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষামূলক তিনটি ফেরি চলাচল করে। মুন্সি-গঞ্জের শিমুলিয়াঘাট থেকে কুমিল্লা ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া, শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ফরিদপুর ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি আসে। তিনটি ট্রিপে ফেরিগুলো যানবাহন পারাপার করে। ক্যামেলিয়া ফেরিটি আসার পথে নাব্যতা সংকটের কবলে পড়ে আটকে গিয়েছিল।’

আজ সন্ধ্যার পর ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিসি বলছে, ফেরি চালানোর জন্য পর্যাপ্ত গভীরতা নেই চ্যানেলে। তাই আজ পরীক্ষামূলক ফেরি চালানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এই নৌরুটে এড়িয়ে চলতে বলা হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, জরুরি প্রয়োজন ছাড়া এই নৌরুট ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। সকাল থেকে নতুন গাড়ি পারের জন্য আসছে না। দুপুরে শিমুলিয়াঘাটে ৫০টির মতো ট্রাক ও ১৫টির মতো ছোট গাড়ি ছিল। এসব গাড়ি গতকাল থেকে পারের অপেক্ষায় ছিল।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

58m ago