লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে ছাড়পত্র পাবেন না বাংলাদেশের ক্রিকেটাররা
শ্রীলঙ্কা সফর না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেদেশের ফ্রেঞ্চাইজি প্রিমিয়ার লিগেও খেলোয়াড় না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের নাম নিলামে থাকার কথা শোনা গেলেও তাদের ছাড়পত্র দেবে না বোর্ড। এমনটাই আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
ফ্রেঞ্চাইজি ভিত্তিক লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ১৪ নভেম্বর। তবে প্রস্তুতি ঘাটতিতে টুর্নামেন্টটি পিছিয়েও যেতে পারে।
টুর্নামেন্টের সময়টায় নিষেধাজ্ঞা না থাকায় এই টুর্নামেন্টের নিলামে রাখা হয়েছে সাকিব আল হাসানকেও। আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো বড় তারকারা।
সোমবার কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতা না হওয়া লঙ্কা সফর স্থগিত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, লঙ্কানদের প্রিমিয়ার লিগে বাংলাদেশের ক্রিকেটার অংশ নেবেন কিনা। দেশে ঘরোয়া ক্রিকেট চালু হওয়ার প্রসঙ্গ টেনে নেতিবাচক জবাব দিয়েছেন তিনি, ‘সম্ভাবনা দেখি না কোনো।’
‘আমাদের এখানেই তো লিগ শুরু হয়ে যাচ্ছে। খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে।’
চলতি মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ১৪ দিনের কড়া কোয়ারেন্টিনের কারণে সফরটি আপাতত বাতিল করা হয়েছে। লঙ্কা সফর না হলেও জাতীয় দলের অনুশীলন চলবে বলে জানান বোর্ড প্রধান। ক্রিকেটাররা নিজেরা ভাগ হয়ে খেলবেন একাধিক প্রস্তুতি ম্যাচ। এরপর তিন বা চারটি দল বানিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার পরিকল্পনা বিসিবির।
Comments