নায়ক ফারুকের কী অসুখ জানা গেলো

ফারুক ও স্ত্রী ফারহানা ফারুক। ছবি: সংগৃহীত

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী ফারহানা ফারুক। যাওয়ার পর দুজনে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে হাসপাতালের নিয়ম মেনে পাশাপাশি রুমে ছিলেন। এসব নিয়ে মন খারাপ ছিল ‘সুজন সখী’ খ্যাত অভিনেতার।

এই বিষয়ে ফারুক  দ্য ডেইলি স্টার অনলআইনকে মুঠোফোনে বলেন, ‘আমার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অনেকগুলো টেস্ট করার পর আমার রোগ ধরা গেছে। রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানকার ডাক্তার লাই চুংসহ চার জন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে চার সপ্তাহ তাদের অভজারভেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে চাই।’

এর আগে, ঢাকার ইউনাইটেড ও এভারকেয়ার (অ্যাপেলো) হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসা নিয়েছেন নায়ক ও সংসদ সদস্য ফারুক। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে গত ১৩ সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

 

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

23m ago