কিস্তি পরিশোধের সময় বাড়লো, ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণখেলাপি হবে না
করোনাভাইরাসের কারণে ব্যাংকের ঋণগ্রহীতাদের খেলাপি না করার বিশেষ সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও খেলাপি না করার সুযোগ দেওয়া হয়েছিল। আজকের প্রজ্ঞাপনে এ সুযোগ আরও তিন মাস বাড়ানো হয়েছে।
এতে, গত বছর ডিসেম্বরে গ্রহীতার ঋণ যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, কোনো ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও, ঋণের শ্রেণিমানে কোনো পরিবর্তন করা যাবে না। এ বছরের ১ জানুয়ারি ঋণের শ্রেণিমান যা ছিল, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এর কোন পরিবর্তন করা যাবে না।
এ ছাড়া, বর্তমানে কোনো ঋণগ্রহীতা যদি ৩১ ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তাকে খেলাপি করা যাবে না।
Comments