মাস্ক না পরায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা
মাস্ক না পরায় চট্টগ্রাম নগরীতে ৫০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২টা থেকে নগরীর কোতোয়ালী মোড় এলাকায় তিন ঘণ্টা অভিযান চালায় জেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও, অধিকাংশ মানুষই তা মানছেন না।'
তিনি বলেন, ‘দেখা যায় রাস্তা-ঘাট, বিপণি বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরেই চলাফেরা করেন। যার ফলে করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে। যারা মাস্কবিহীন চলাফেরা করছেন তাদের আইনের আওতায় নিয়ে জরিমানা করা হয়েছে।’
'মাস্ক কেন পরেননি জানতে চাইলে জবাবে অনেকে বলেন করোনাভাইরাস নেই বলে তারা মাস্ক পরেন না। এ ছাড়া, ভাইরাস তাদের সংক্রমিত করবে না বলে তাদের মাস্ক প্রয়োজন নেই। এমন কি ভুলে তারা মাস্ক বাসায় রেখে এসেছেন বলেও অনেকে অযুহাত দেখান,’ বলেন উমর ফারুক।
অভিযানে দেখা যায় অনেকেই অবহেলা করে মাস্ক পরেন না। আবার, মাস্ক না পরে পকেটে রেখে দেন অনেকে,' যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Comments