নারায়ণগঞ্জে স্বামীর খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় স্বামী ও বোনকে খুঁজতে এসে এক গৃহবধূ (২৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূ দুই জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার আসামিরা হলেন গাজীপুর সারদাগঞ্জের সামসুল বিশ্বাসের ছেলে মহসিন বিশ্বাস (৩৫) ও তার বন্ধু সিরাজগঞ্জের কেশবগঞ্জ এলাকার রমজান মিয়া (৩২)।
মামলার বরাতে ভুক্তভোগী জানান, ‘প্রায় এক মাস ধরে আমার স্বামী ও ছোট বোন নিখোঁজ। তাদের খোঁজে আমি রোববার রাত ৮টায় মুন্সিগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের সাহেব বাজার এলাকায় যাই। সেখানে আমার স্বামীর বন্ধু মহসিন বিশ্বাসের সঙ্গে দেখা হয়। সে আমার স্বামীর সন্ধান জানে বলে আমাকে তার সঙ্গে নিয়ে যায়। পরে সাহেবপাড়ায় একটি চারতলা নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার বন্ধু রমজানকে ডেকে আনলে সেও ধর্ষণ করে। আমি অচেতন হয়ে গেলে তারা আমাকে রেখে পালিয়ে যায়।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুখ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বামী ও বোনের খোঁজে গিয়ে স্বামীর বন্ধু মহসিন ও রমজান দুইজন ধর্ষণ করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কাল সকালে ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
Comments