চট্টগ্রামে ৭ ইট ভাটাসহ ১৪ প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা
ছাড়পত্রের শর্তভঙ্গ, ছাড়পত্র নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিভাগের তিন জেলার সাত ইট ভাটাসহ মোট ১৪ প্রতিষ্ঠানকে ১১ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
আজ সোমবার নগরীর খুলশি এলাকার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ সব জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাত ইট ভাটার মধ্যে চাঁদপুর জেলার পাঁচটি, ফেনী ও কক্সবাজার জেলার একটি করে ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। এ সব ইট ভাটাকে মোট নয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লার তিন শিল্প কারখানাকে মোট ৭০ হাজার টাকা এবং চট্টগ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি অক্সিজেন তৈরীর কারখানা ও একটি পোল্ট্রি ফার্মকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটায় এক ব্যক্তিকে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
Comments