যুক্তরাষ্ট্র থেকে ২২৯০ কোটি রুপির অস্ত্র কিনছে ভারত
চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে অ্যাসল্ট রাইফেলসহ দুই হাজার ২৯০ কোটি রুপির সামরিক অস্ত্র কিনছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সেনাবাহিনীকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র থেকে ৭৮০ কোটি রুপিতে ৭২ হাজার সিগ সয়ার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ফাস্ট-ট্র্যাক ক্রয় চুক্তির আওতায় প্রথম দফায় ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে অ্যাসল্ট রাইফেলের ঘাটতি
মেটাতে ৭২ হাজার ৪০০ সিগ সয়ার রাইফেল কিনেছিল ভারত।
অ্যাসল্ট রাইফেল ছাড়াও ৯৭০ কোটি রুপির অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র কেনা হচ্ছে, যা দেশটির নৌ ও বিমান বাহিনীকে আরও শক্তিশালী করবে।
এ ছাড়াও, কেনা হচ্ছে অত্যাধুনিক রেডিও সেট। যা যুদ্ধের সময় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। এতে খরচ হবে ৫৪০ কোটি রুপি।
হিন্দুস্তান টাইমস আরও জানায়, ইনসাস রাইফেলকে ধীরে ধীরে বাতিল করে অত্যাধুনিক সিগ সয়ার রাইফেল ব্যবহার করার দিকে ঝুঁকেছে ভারতীয় সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর জন্য প্রায় আট লাখ অ্যাসল্ট রাইফেল প্রয়োজন। কয়েক ধাপে এগুলো কেনা হবে।
Comments