করোনাভাইরাস

ভারতে শনাক্ত প্রায় সাড়ে ৬১ লাখ, মৃত্যু ৯৬ হাজারের বেশি

ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০ হাজার ৫৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬১ লাখ ৪৫ হাজার ২৯১ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে মারা গেছেন আরও ৭৭৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৯৬ হাজার ৩১৮ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫১ লাখ এক হাজার ৩৯৭ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ০১ শতাংশ।

আজ মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লিতে। দেশটিতে মোট শনাক্ত ৬১ লাখ ৪৫ হাজার ২৯১ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন নয় লাখ ৪৭ হাজার ৫৭৬ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৪২ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে সাত কোটি ৩১ লাখ ১০ হাজার ৪১টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ১০ লাখ এক হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৩১ লাখ ৫১ হাজার ১১৭ জন।

Comments

The Daily Star  | English
free 1gb data for all users

BTRC directs telcos to provide 1GB free internet on July 18

Mobile phone operators have been instructed to notify users in advance via SMS

2h ago