শীর্ষ খবর

সারা দেশে ৯ মাসে ৮৯২ ধর্ষণ, বিএনডব্লিউএলএ’র উদ্বেগ

সারা দেশে আশঙ্কজনক হারে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জানুয়ারি থেকে গত নয় মাসে ৮৯২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৯২টি ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের শিকার হয়ে ৪১ জন মারা গেছেন। নয় জন ভুক্তভোগী আত্মহত্যা করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

সারা দেশে আশঙ্কজনক হারে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জানুয়ারি থেকে গত নয় মাসে ৮৯২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৯২টি ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের শিকার হয়ে ৪১ জন মারা গেছেন। নয় জন ভুক্তভোগী আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘ধর্ষণের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষণের মতো জঘন্য অপরাধে দণ্ডিত আসামিদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

সংগঠনটি আরও জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারী ও কন্যা শিশু ছাড়াও বয়স্ক নারীরাও ধর্ষণের শিকার হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীরা শাস্তি না পাওয়ায় নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। আইনি কাঠামো শক্তিশালী করে স্বল্প সময়ে বিচার কার্য সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করলে ধর্ষণের মতো জঘন্য ঘটনা কমে আসবে।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

8h ago