আমি যদি ডি ভিলিয়ার্স হতে পারতাম: কোহলি
সময়ের সেরা ব্যাটসম্যান মানা হয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। অথচ সেই ব্যাটসম্যানই আক্ষেপ করেন তার আইপিএল সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখে! বিস্ময়কর হলেও সত্যি।
ইংলিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাস কিছুটা মজা করেই প্রশ্নটা করেছিলেন। ডি ভিলিয়ার্স হলে কি করতেন? আর সে প্রশ্নে দীর্ঘশ্বাস ছাড়েন কোহলি, 'আমার ইচ্ছা যদি আমি সত্যিই এবি ডি ভিলিয়ার্স হতাম!'
আগের দিন আইপিএলে এক রোমাঞ্চকর জয় পেয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আগে ব্যাট করে ২০১ রানের বড় সংগ্রহই করেছিল তারা। শেষ দিকে ব্যাট কোর্টে নেমে মাত্র ২৪ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। কিন্তু তাতে অবশ্য স্বস্তি পায়নি দলটি। পরে ঈশান কিষান ও কাইরন পোলার্ডের ঝড়ে সমান ২০১ রান করে থামে মুম্বাই ইন্ডিয়ান। এরপর সুপার ওভারে নাটকীয় জয় পায় আরসিবি। সেখানে ডি ভিলিয়ার্সের ব্যাটেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
অথচ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডি ভিলিয়ার্স। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লম্বা সময় তো মাঠেই ছিলেন না। তারপরও ম্যাচে দলকে দুর্দান্ত জয় এনে দেওয়ার মূলনায়ক এ প্রোটিয়া তারকা। আর তার এমন পারফরম্যান্স দেখে রীতিমতো বিস্মিত কোহলি, 'আমার মনে হয় সে লম্বা একটা বিরতি থেকে এসেছে। তারপরও তার কিছু শট ছিল দুর্দান্ত। গ্লাভসেও ভালো। যদি তার সঙ্গে কথা বলেন, সে সবকিছু সাধারণ করে দেয়।'
এছাড়া ডি ভিলিয়ার্সের জীবন দর্শন দেখেও মুগ্ধ কোহলি, 'সে খুব বেশি ক্রিকেট দেখে না, নিজের জীবন উপভোগ করে, গলফ খেলাও উপভোগ করে। এখানে সে রিলাক্স ভাবেই এসেছে এবং নিজের সামর্থ্য দেখানো শুরু করেছে। আর আমরাও তার কাছ থেকে এমন পারফরম্যান্সই চাই।'
Comments