এমসি কলেজে ধর্ষণ: হাইকোর্টের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে গত ২৫ সেপ্টেম্বরের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তদন্তে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন হাইকোর্ট।
ফাইল ফটো

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে গত ২৫ সেপ্টেম্বরের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তদন্তে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন হাইকোর্ট।

কমিটির অপর দুই সদস্য হলেন-সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। কমিটিকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বক্তব্য রেকর্ড করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে যথাযথ সহায়তা করতে সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) এবং কমিটির নিরাপত্তা দেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রুলে ওই তরুণীকে কলেজ ক্যাম্পাসে ধর্ষণ থেকে রক্ষা করতে না পারায়, অবহেলা ও ব্যর্থতার জন্য এমসি কলেজের অধ্যক্ষ ও ছাত্রাবাস সুপারিন্ডেন্টের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থার নির্দেশনা দেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বরাষ্ট্র, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার, সিলেটের ডিসি ও এসপি এবং এমসি কলেজের অধ্যক্ষ ও ছাত্রাবাস সুপারকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।'

এ বিষয়ে পরবর্তী আদেশ দিতে বেঞ্চ আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন।

Comments

The Daily Star  | English
Dhaka Battery-Powered Rickshaw Restrictions

Traffic police move against battery-run rickshaws on major roads

The move has brought some relief to commuters, as the high-speed rickshaws have been causing accidents.

1h ago