এমসি কলেজে ধর্ষণ: আরেক আসামি তারেকুল গ্রেপ্তার

তারেকুল ইসলাম তারেক। ছবি: সংগৃহীত

সিলেটে মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার আসামি তারেকুল ইসলাম তারেক (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন রাখাইন।

গ্রেপ্তারকৃত তারেক সুনামগঞ্জ পৌর শহরের উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে এবং সিলেট সদর উপজেলার মেজরটিলার দীপিকা আবাসিক এলাকার বাসিন্দা।

এ নিয়ে এ মামলার এজাহারে নাম উল্লেখ করা ছয় আসামির সবাইকে গ্রেপ্তার করা হলো। এছাড়াও এ ঘটনায় জড়িত মামলার অজ্ঞাতনামা আসামি আরও দুই জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Comments

The Daily Star  | English

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

12h ago