দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ
ফরাসি ওপেনে দারুণ সূচনা করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। মাত্র ৫টি গেম হেরে সরাসরি সেটে সুইডেনের মাইকেল ইয়ামেরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
ক্যারিয়ারের ১৮তম গ্রান্ডস্লাম ট্রফি জয়ের লক্ষ্যে এদিন ৮০ নম্বর বাছাই ইয়ামেরকে ৬-০, ৬৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন জোকোভিচ। মোট ১ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে প্রথম সেটটি জিততে মাত্র ২০ মিনিট সময় নিয়েছিলেন এ সার্বিয়ান।
এমন দাপুটে জয়ের পরও পা মাটিতেই রাখছেন জোকোভিচ, 'আমার প্রত্যাশা এ আসরের শিরোপা জয় করা। এটা মাত্র টুর্নামেন্টের সূচনা। আমি এক সময়ে একটা ম্যাচ খেলতে চাই।'
দ্বিতীয় রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী রিচার্ড বেরানকিস। লিথুনিয়ার এ খেলোয়াড় এদিন বলিভিয়ার হুগো ডেলিয়েনকে ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
চলতি বছরের অবশ্য দুর্দান্ত ছন্দে আছেন জোকোভিচ। এ বছরে মাত্র একটি ম্যাচ হেরেছেন তিনি। তাও অনাকাঙ্ক্ষিতভাবে। ইউএস ওপেনে স্পেনের পাবলো কারেনো বুস্তার সঙ্গে শেষ ষোলোর ম্যাচে লাইন জাজকে বল দিয়ে আঘাত করায় ডিসকোয়ালিফাইড হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান জোকোভিচ।
এদিন দিনের অপর ম্যাচে সুইজারল্যান্ডের ভেসাক পসপিসিলকে ৬-৩, ৬-১ ও ৬-৩ গেমে হারিয়েছেন সাত নম্বর বাছাই ইতালিয়ান মাত্তেও বেরেত্তানি। তবে হাঙ্গেরির মার্টন ফাকসুভিচের কাছে ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-২ ও ১-৬ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন চার নম্বর বাছাই ড্যানিল মেডমেডেভ।
মেয়েদের এককে রাশিয়ার লুদমিলা সামসোনোভাকে ৬-৪, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন চার নম্বর বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। দুই নম্বর বাছাই ক্যারোলিনা প্লিসকোভার জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ৬-৭ (৯-১১), ৬-২ ও ৬-৪ গেমে জয় পেয়েছেন তিনি।
Comments