বিভেদ ভুলে বার্সাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন, তার কর্মকাণ্ড অনেকের দৃষ্টিতে ভুল মনে হলেও যা কিছু তিনি করেছেন, সেটা বার্সেলোনার ভালোর জন্যই।
messi
ছবি: এএফপি

দশ দিনের টানাপোড়েনের পর বার্সেলোনায় থেকে যেতে সম্মত হওয়া লিওনেল মেসি মতানৈক্য ভুলে ক্লাবটির সবাইকে একত্রিত হওয়ার আহ্বান করেছেন। আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন, তার সেসময়ের কর্মকাণ্ড অনেকের দৃষ্টিতে ভুল মনে হলেও যা কিছু তিনি করেছেন, সেটা বার্সেলোনার ভালোর জন্যই।

স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক স্পোর্তের কাছে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। পুরোটা প্রকাশিত হবে বুধবার। তবে এরই মধ্যে সাক্ষাৎকারের চুম্বক অংশ নিজেদের অনলাইন সংস্করণে প্রকাশ করেছে বার্সেলোনাভিত্তিক গণমাধ্যমটি।

আজীবনের ক্লাবের সঙ্গে দুই দশকের সম্পর্কের ইতি টানতে চেয়েও পারেননি। থেকে যেতে একরকম বাধ্য হয়েছেন। বার্সা ছাড়ার সিদ্ধান্ত পাল্টালেও পরবর্তীতে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের ‘কথা দিয়ে কথা না রাখা’ ও পরিচালনা পর্ষদের ‘পরিকল্পনার অভাব’ নিয়ে তীব্র  সমালোচনা করেছিলেন মেসি। কিন্তু প্রিয় ঠিকানাকে হেয় করা তার উদ্দেশ্য ছিল না। বার্সেলোনার ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমি আমার ভুলের দায়ভার নিচ্ছি। যদি কোনো ভুল থেকেও থাকে, বার্সেলোনাকে আরও ভালো ও শক্তিশালী করার জন্যই তা করেছি।’

‘আমি বার্সার সকল নিবন্ধিত সদস্য ও সমর্থকদের একটা বার্তা দিতে চেয়েছিলাম। যদি এক মুহূর্তের জন্যও তাদের কেউ আমার কোনো কথায় বা কাজে বিরক্ত বোধ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে এটা ভেবে নেবেন, যা কিছুই আমি করেছি, তা সব সময় ক্লাবের সর্বোচ্চ স্বার্থের ভাবনা মাথা রেখেই করেছি।’

ন্যু ক্যাম্পে থেকে গেলেও আগের মতো নিবেদন ও উদ্দীপনা নিয়ে মেসি খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনে। বার্সা বোর্ডের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই সাপে-নেউলে কিনা তা নিয়ে আগ্রহের কমতি নেই। কদিন আগেও তো লুইস সুয়ারেজকে বিদায় জানাতে গিয়ে ক্লাবের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন তিনি। যদিও নতুন কোচ রোনাল্ড কোমান পরে বার্সা অনুরাগীদের আশ্বস্ত করে বলেছিলেন, মেসির নিবেদন নিয়ে কোনো সংশয় নেই তার। এরপর লা লিগার নতুন মৌসুমের শুরুটাও ভালো হয়েছে কাতালানদের। গত রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে তারা জিতেছে ৪-০ ব্যবধানে। গোল পেয়েছেন মেসিও।

এবার ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড নিজ মুখে যা বলেছেন, তাতে শঙ্কার কালো মেঘের ছিটেফোঁটা থাকলেও তা কেটে যাওয়ার কথা, ‘অনেক মতানৈক্যের পর আমি এসবের ইতি টানতে চাই। আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং ধরে নিতে হবে যে, সেরাটা আসার এখনও বাকি আছে।’

‘রোমাঞ্চ আর প্রেরণার সঙ্গে নিবেদন যোগ হলেই কেবল আমরা লক্ষ্য অর্জন করতে পারব। সব সময় আমাদের একত্রে থাকতে হবে এবং একই দিকে তরী বাইতে হবে।’

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

2h ago