১ অক্টোবর থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নিতে বাধা নেই: হাইকোর্ট
আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শিক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে এক শিক্ষার্থীর করা রিট আবেদন খারিজ করে দেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে এখন “ও” লেভেল এবং “এ” লেভেল পরীক্ষা নেওয়া যেতে পারে। এই কারণেই আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।’
গত ২৭ সেপ্টেম্বর ‘এ’ লেভেল শিক্ষার্থী তামান্না তাবাসসুম পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকারের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেন। আবেদনে তিনি জানান, চলমান কোভিড-১৯ মহামারিতে গত ছয় মাস ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি। ‘ও’ এবং ‘এ’ লেভেলের অনেক শিক্ষার্থী ১ অক্টোবর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাদের প্রবেশপত্রও হাতে পায়নি।
রিট আবেদনে তিনি দেশের ইংরেজি মাধ্যম শিক্ষার পরিচালনায় একটি গাইডলাইন প্রণয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।
করোনাভাইরাস মহামারিতে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা পরিচালনার জন্য ব্রিটিশ কাউন্সিলকে সরকার অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণ হলে তার দায় আয়োজকদেরসহ বেশ কিছু শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।
Comments