এমসি কলেজে ধর্ষণ: ৫ দিনের রিমান্ডে আসামি তারেক
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি তারেকুল ইসলাম তারেককে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. আবুল কাশেম তার রিমান্ড মঞ্জুর করেন।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
এর আগে দুপুরে আসামি মাহফুজুর রহমানকেও পাঁচ দিনের রিমান্ডে দেন এই আদালত।
গত সোমবার মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম এবং মঙ্গলবার শাহ মো. মাহবুবুর রহমান রনি, রাজন আহমদ ও আইনুদ্দিনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম-২ আদালতের বিচারক সাইফুর রহমান।
গত শুক্রবার মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় সেই রাতে ছয় জনের নাম উল্লেখ করে মামলা হয়।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই এজাহারে থাকা সব আসামিসহ জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন-
মুরারিচাঁদ কলেজে ধর্ষণ: আসামি মাহফুজুর ৫ দিনের রিমান্ডে
এমসি কলেজে ধর্ষণ: আরেক আসামি তারেকুল গ্রেপ্তার
Comments