লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ বাংলাদেশি
লিবিয়া থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ১৬৪ জন বাংলাদেশি। আজ বুধবার বেলা দেড়টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী উড়োজাহাজটি অবতরণ করেছে বলে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আজ যারা দেশে ফিরলেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে লিবিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছিল। এছাড়া মহামারির মধ্যে আফ্রিকার দেশটিতে আটকে পড়া প্রবাসীরাও ফিরেছেন এই ফ্লাইটে।
ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এমন বাংলাদেশিদের নিবন্ধন শেষ হয়েছে। ইতিমধ্যে, আইওএম এর সঙ্গে তাদের সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে।
যত শিগগির সম্ভব তাদের দেশে পাঠানোর চেষ্টা চলছে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়।
Comments