মেসির সমর্থনের পরও বার্সায় শান্তির জীবন আশা করেন না কোমান
মতানৈক্য ভুলে বার্সেলোনার সবাইকে একত্রিত হওয়ার আহ্বান করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সরাসরি না বললেও কোচ রোনাল্ড কোমানের উপর আস্থা যে রাখছেন তা স্পষ্ট। কিন্তু তারপরও বার্সেলোনায় শান্ত জীবন আশা করছেন না কোমান। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা জটিলতার প্রেক্ষিতেই এমনটা বলেছেন এ ডাচ কোচ।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই চাপে রয়েছেন কোমান। মেসিসহ অনেক সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে শুরু থেকেই দ্বন্দ্ব সৃষ্টি হয়। ক্লাব সভাপতি জোসেপ মারিয়ার সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণেও তাকে ভুক্তভুগি হতে হয়। কারণ খেলোয়াড়দের পছন্দ না হলেও কোমানকে কোচ হিসেবে আনা হয়। তার উপর লুইস সুয়ারেজদের মতো সিনিয়র খেলোয়াড়দের প্রাপ্য সম্মান না দিয়ে বিদায় দেওয়াটাও পছন্দ হয়নি অনেকের।
সবমিলিয়ে তাই বার্সেলোনায় শান্তিময় জীবন আশা করছেন না কোমান, 'মেসির মন্তব্যের পরও আমি জানি না বার্সেলোনায় শান্তিময় জীবন পাব কি-না। আমার মনে হয় না। সবসময়ই কিছু থাকবে। তবে এটা খুব ইতিবাচক ব্যাপার যে অধিনায়ক ঐক্যের ডাক দিয়েছেন। আশা করছি এখানকার পরিবেশ আরও শান্ত হবে।'
তবে বার্সেলোনায় মেসিকে খুশি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেই জানান কোমান, 'এমন একটি সিস্টেমের সাথে খেলানো গুরুত্বপূর্ণ যেখানে খেলোয়াড়েরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা অনুশীলনে এটা নিয়ে কাজ করব, যেখানে সেও জিততে চায়। মেসিকে খুশি রাখার উপায় ম্যাচ জেতা।'
এর আগে ক্রীড়া বিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, 'অনেক মতানৈক্যের পর আমি এসবের ইতি টানতে চাই। আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং ধরে নিতে হবে যে, সেরাটা আসার এখনও বাকি আছে। রোমাঞ্চ আর প্রেরণার সঙ্গে নিবেদন যোগ হলেই কেবল আমরা লক্ষ্য অর্জন করতে পারব। সব সময় আমাদের একত্রে থাকতে হবে এবং একই দিকে তরী বাইতে হবে।'
Comments