আবারো ইনজুরিতে হ্যাজার্ড
ইনজুরি থেকে ফিরেছিলেন সদ্যই। তাতে যেন স্বস্তি ফিরে পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কিন্তু তার স্বস্তি এক দিনেই অস্বস্তিতে পরিণত হয়েছে। আবারো ইনজুরিতে পড়েছেন এডেন হ্যাজার্ড।
আগের দিনই রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কোয়াডে হ্যাজার্ডকে রেখেছিলেন জিদান। তবে সে ম্যাচ তো বটেই, আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এ বেলজিয়ানকে। এমন সংবাদই প্রকাশ করেছে মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা।
ডান পায়ের পেশীর ইনজুরির কারণে তাই নভেম্বরের আগে মাঠে ফেরার খুব একটা সম্ভাবনা নেই হ্যাজার্ডের। নতুন করে আবারো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে তাকে।
গত ফেব্রুয়ারিতে লেভান্তের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন হ্যাজার্ড। এরপর লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ফের মাঠে ফিরলেও কয়েক দফা ইনজুরিতে পড়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই যেন হাসপাতাল নিত্যসঙ্গী হয়েছে হ্যাজার্ডের। একের পর এক ইনজুরিতে পড়ছেন তিনি। প্রথম মৌসুমে তাই খেলতে পেরেছেন মাত্র ২২ ম্যাচ। তাও পুরো ম্যাচ খেলতে পেরেছেন খুব কমই।
Comments