নোয়াখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু
নোয়াখালীতে বজ্রপাতে বিশ্বব্যাংকের সাবেক কর্মচারী উইলসন ব্লাজুর (৭০) মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার সোনাপুর খ্রিষ্টান পল্লীতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, আজ বেলা ১২টার থেকে জেলা শহর মাইজদী ও সোনাপুরে মুষলধারে বৃষ্টি এবং এর সঙ্গে বজ্রপাত হয়। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উইলসন নিজ বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে বিকট শব্দে তার জানালার পাশে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিনি অচেতন হয়ে গেলে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতের আঘাতে মারা যাওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়।
উইলসন ব্লাজু (৭০) দীর্ঘদিন বিশ্বব্যাংকের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন এবং প্রায় ১০-১২ বছর আগে তিনি অবসরে যান বলে জানান পরিবারের সদস্যরা।
আগামীকাল তাকে সোনাপুর খ্রিষ্টান পল্লীর গির্জায় সমাহিত করা হবে।
Comments