ভিনিসিয়ুসের গোলে জয় পেল রিয়াল
ম্যাচের শুরু থেকেই বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তা থেকে ফায়দা আদায় করে নিতে পারেননি রিয়ালের ফরোয়ার্ডরা। যদিও অবিশ্বাস্য কিছু সেভ করেছেন রিয়াল ভায়াদোলিদ গোলরক্ষক রবের্তো হিমেনেজ। তবে বদলি খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের গোলে শেষ রক্ষা হয় দলটির। কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।
ম্যাচে গোল করার মতো সুযোগটা পেয়েছিল প্রথম ভায়াদোলিদই। শন ভাইসমান জোরালো শট নিতে পারলে এগিয়ে যেতে পারতো তারা। তবে তার দুর্বল শট ধরতে কোনো সমস্যা হয়নি রিয়াল গোলরক্ষক থিবো কর্তুয়ার। তিন মিনিট প্রথম সুযোগ পায় রিয়াল। লুকা জোভিচের কাটব্যাক থেকে শট নিয়েছিলেন মার্সেলো। এক খেলোয়াড়ের পায়ে লেগে ফিরতি বলে ভালো শট নিয়েছিলেন ফেদে ভালভেরদে। কিন্তু তার শট ঝাঁপিয়ে পড়ে কোনোমতে ঠেকায়ে দেন ভায়াদোলিদ গোলরক্ষক।
১৭তম মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন জোভিচ। ভালভেরদের আড়াআড়ি পাসে একেবারে ফাঁকায় থেকেও লক্ষ্যে শট নিতে পারেননি এই সার্বিয়ান ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে লুকা মদ্রিচের বাড়ানো বলে বাঁ প্রান্ত থেকে কোণাকোণি শট নিয়েছিলেন জোভিচ। এবারও তাকে হতাশ করেন ভায়াদোলিদ গোলরক্ষক হিমেনেজ।
৪৭তম মিনিটে তো অবিশ্বাস্য এক সেভ করেন হিমেনেজ। কর্নার থেকে জোভিচের নেওয়া হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলে কাসেমিরোর শট ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বলে আবার হেড নিয়েছিলেন রামোস। এবার এক খেলোয়াড় ফিরিয়ে দেন তার হেড। ফলে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা।
পাঁচ মিনিট পর ভালো সুযোগ পেয়েছিলেন ভায়াদোলিদের ভাইসমান। কিন্তু তার কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে নিজেদের অর্ধ থেকে কাটিয়ে নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক শট নিয়েছিলেন এ ইসরাইলি ফরোয়ার্ড। কিন্তু দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কর্তুয়া।
৬৫তম মিনিটে অনেকটা ভাগ্যক্রমে এগিয়ে যায় রিয়াল। অফসাইডে থেকেও গোল পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। বল বিপদমুক্ত করতে গিয়ে তার পায়ে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষ এক খেলোয়াড়। আর এ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি এ ব্রাজিলিয়ান। তিন মিনিট পর রাউল গার্সিয়ার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন কর্তুয়া। ৭৫তম মিনিটে করিম বেনজেমার শটও ফিরিয়ে দেন ভায়াদোলিদ গোলরক্ষক হিমেনেজ।
এরপরও দুই দল বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারলে ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে দলটি।
Comments