মিরপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মিরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুকসানা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, ধর্ষণের মামলায় সবুজ আল সাহবা ও ফাতেমা ওরফে ঝুমুর নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সবুজ আল সাহবা ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি।
মামলায় অভিযোগ করা হয়েছে, ফাতেমার কুমিল্লার বাসায় কিছু দিন আগে ভুক্তভোগী তরুণীকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২৯ সেপ্টেম্বর ফাতেমা তাকে সবুজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে সবুজ তাকে ধর্ষণ করেন। ফাতেমাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল সবুজের। টাকা নিয়ে দুজনের ভেতরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি পালাতে সক্ষম হন এবং মিরপুর থানায় মামলা করেন।
রুকসানা আক্তার আরও বলেন, ওই তরুণীকে অনুসরণ করে থানায় এলে ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে পুলিশের একটি দল রাজধানীর পশ্চিম মনিপুরীপাড়া থেকে সবুজকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান হৃদয় বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির কাছে বিষয়টি লিখিতভাবে জানাব। অভিযোগ ওঠায়, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করব।'
Comments