শাহ আমানত বিমানবন্দরে ৮২টি সোনার বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নয় কেজি ৫৯ গ্রাম ওজনের মোট ৮২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ৬৪ লাখ টাকা।
চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নয় কেজি ৫৯ গ্রাম ওজনের মোট ৮২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ৬৪ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার রোখসানা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আটক যাত্রী এনামুল হকের বাড়ি চট্টগ্রামের চকরিয়া উপজেলায়। সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসেন এনামুল। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশি করা হয়। শার্টের নিচে টেপ দিয়ে সোনার বারগুলো আটকানো ছিল।’

‘উদ্ধার হওয়া সোনার বারগুলো মোট ওজন নয় কেজি ৫১২ গ্রাম। এর বাজার মূল্য পাঁচ কোটি ৬৪ লাখ টাকা। এনামুল নিয়মিত দুবাই যাতায়াত করতেন। তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে’— বলেন রোখসানা খাতুন।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

1h ago