বাসচাপায় পা হারানো রাসেলকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে আরও ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ক্ষতিপূরণ বিষয়ে দেওয়া রুল নিষ্পত্তি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
গ্রীন লাইন পরিবহনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেছেন, আগামী তিন মাসের মধ্যে রাসেলকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। গ্রীন লাইন পরিবহনের কাছ থেকে এর আগে ১৩ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ পান রাসেল সরকার। এই নির্দেশের বিরুদ্ধে আমরা আপিল করবো না।
২০১৮ সালে মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় আহত হন রাসেল। তার এক পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। বাক-বিতণ্ডার জেরে রাসেল সরকারের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন গ্রীন লাইন পরিবহনের চালক। রাসেলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এপোলো হাসপাতালে নেওয়া হয়।
বেপরোয়া যান চলাচল বন্ধ ও রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে ২০১৮ সালের ১৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি একটি রিট করেন। আবেদনটি আমলে নিয়ে পর দিন রাসেল সরকারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। গ্রীন লাইন কর্তৃপক্ষ এবং সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।
গত বছরের ৩১ মার্চ হাইকোর্ট বিভাগ গ্রীন লাইন কর্তৃপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে গ্রীন লাইন কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরে আপিল বিভাগ ওই আদেশ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন।
Comments