সাভারে ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
সাভারের ভাগলপুর এলাকায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তার দুই জনের বাড়ি নওগাঁর পত্নীতলা ও মহাদেবপুর উপজেলায় এবং এক জনের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল বিকালে মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে সাইফুল ইসলাম বলেন, বুধবার রাতে ভাগলপুর এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ঘটনার দিন আরেক নারী তার বাসায় ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই নারী বাসার বাইরে শৌচাগারে গেলে ছয় জন ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন। ওই নারী ফিরে এলে তারা পালিয়ে যান।
মামলায় ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেছেন, দীর্ঘ দিন ধরেই মামলার এক আসামি তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে— বলেন তিনি।
Comments