করোনাভাইরাস

২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৫০৮, পরীক্ষা ১১৪২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭২ জন হলো। নতুন করে আরও ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭২ জন হলো। নতুন করে আরও ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৯ লাখ ৫৯ হাজার ৭৫টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.২০ শতাংশ। তবে, মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৬৩ শতাংশ।

দেশে এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৯১ জন। ফলে, করোনা থেকে মোট সুস্থ হলেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ৭৫.৯১ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

42m ago