সাভারে স্কুল শিক্ষার্থী নীলা হত্যায় মিজানুরের স্বীকারোক্তি

সাভারে দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায় (১৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিবির হাতে গ্রেপ্তার মিজানুর রহমান চৌধুরী। ছবি: স্টার

সাভারে দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায় (১৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাজীব হাসানের কামরায় মিজানুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, দুপুরে নীলা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) নির্মল কুমার দাশ মিজানুরকে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাজীব হাসানের কামরায় হাজির করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২৪ সেপ্টেম্বর ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মিজানকে আদালতে পাঠানো হলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।’

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বড় ভাই অলক রায়ের সঙ্গে রিক্সাযোগে হাসপাতালে যাওয়ার পথে মিজানুর তাদের গতিরোধ করেন। পরে অলককে ভয়ভীতি দেখিয়ে নীলার সঙ্গে ব্যক্তিগত কথা আছে বলে নিজেদের পরিত্যক্ত বাড়িতে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কিছু সময় পর নীলা মারা জান।

ঘটনার একদিন পর নীলার বাবা বাদী হয়ে মিজানুর রহমান ও মিজানুরের বাবা-মা’র নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত মিজানুর ও মিজানুরের বাবা-মাসহ মোট চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন:

সাভারে স্কুলছাত্রী নীলা হত্যায় আটক ২

Comments