'নভিচক' প্রয়োগে পুতিনকে দায়ী করলেন নাভালনি, ফিরবেন রাশিয়ায়
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি তাকে বিষপ্রয়োগের পেছনে পুতিনের হাত আছে বলে মন্তব্য করেছেন।
আজ বৃহস্পতিবার ডের স্পাইগেলের বরাত দিয়ে রয়টার্স জানায়, নাভালনি বিশ্বাস করেন পুতিনের পরিকল্পনায় তাকে বিষ প্রয়োগ করা হয়। তবে, এতে তিনি ভীত নন এবং আগের মতো প্রচারণা চালাতে তিনি রাশিয়া ফিরবেন।
নাভালনি গত ২০ আগস্ট উড়োজাহাজে অসুস্থ হলে তাকে প্রথমে সাইবেরিয়া ও পরে উন্নত চিকিৎসার জন্য জার্মানির বার্লিনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জার্মানিতে টক্সিকোলজি পরীক্ষার পর নাভালনির দেহে নভিচক গ্রুপের বিষের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছিল জার্মান সরকার।
ডের স্পাইগেলে বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাত্কারে নাভালনি বলেন, 'আমি মনে করি এই অপকর্মের পেছনে পুতিনের হাত আছে এবং এর বাইরে কিছু হয়নি।'
পশ্চিমা দেশগুলো অবশ্য রাশিয়ার কাছে এর ব্যাখ্যা দাবি করলেও, ক্রেমলিন এতে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছে।
নভিচক এজেন্টের প্রভাব সম্পর্কে নাভালনি বলেন, 'এটা প্রয়োগ করা হলে, আপনি কোনও ব্যথা অনুভব করবেন না। তবে, মনে হবে যে আপনি মারা যাচ্ছেন।'
সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি খুব ধীরে সুস্থ হচ্ছেন এবং এক পায়ে কীভাবে ভারসাম্য রেখে দাঁড়াতে হয়, তা নতুন করে শিখছেন।
নাভালনি বলেন, 'নির্ভীক থাকাই এখন আমার কাজ। আর আমার কোনও ভয় নেই! যদিও আমার হাত কাঁপছে। এটা বিষের কারণে, ভয়ে নয়। পুতিনকে আমার দেশে না ফেরার মতো উপহার দেব না।'
তিনি বলেন, 'আমি নির্বাসিত বিরোধী দলীয় নেতা হয়ে থাকতে চাই না।'
বর্তমানে তিনি তার স্ত্রীসহ বার্লিনে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছেন। তিনি জানান, রাশিয়ায় ফিরে তিনি তার জনপ্রিয় অনলাইন চ্যানেলে ভিডিও পোস্ট করা শুরু করবেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন। এ প্রসঙ্গে রাজনীতিবিদ নাভালনি বলেন যে তিনি জার্মানির সঙ্গে একটা বন্ধন অনুভব করেছেন। রাশিয়া সম্পর্কে মার্কেলের গভীর জ্ঞান দেখে তিনি মুগ্ধ।
'আমার ধারণা মের্কেলের আমার কাছ থেকে কোনও পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই,' তিনি বলেন। 'তবে পুতিনের উন্মত্ততা যে পর্যায়ে পৌঁছেছে, তার জন্য রাশিয়ান দৃষ্টিভঙ্গিই দায়ী।'
Comments