প্রথম প্রস্তুতি ম্যাচে নেই তামিম
জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত দুইদিনের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছেন না ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। শুক্রবার থেকে শুরু হওয়া প্রথম ম্যাচের জন্য ২৫ জন ক্রিকেটারদের দুই দলে ভাগ করে দল ঘোষণা করা হয়েছে।
পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুকের নামে দেওয়া হয়েছে দুই দলের নাম।
বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত গিবসন একাদশের নেতৃত্ব দেবেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কাছে থাকছে রায়ান কুক একাদশের ভার।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসদের পাশাপাশি লিটন দাশ, সৌম্য সরকারদের পাচ্ছেন শান্ত। টেস্ট দলে ফেরার লড়াইয়ে থাকা মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনও থাকছেন এই একাদশে।
মুমিনুলের দলে আছেন মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, তাইজুল ইসলামদের মতো মূল টেস্ট দলের প্রথম পছন্দের ক্রিকেটাররা। মিডল অর্ডারে থাকছেন মোহাম্মদ মিঠুন।
সীমিত ওভারে নিয়মিত হলেও এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আছেন এই দলে। তার সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, আল-আমিন হোসেনরা।
শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলেও জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন চালু রেখেছে বিসিবি। বায়ো-সিকিউর বাবল বা জৈব সুরক্ষা বলয় তৈরি করে চলছে প্রস্তুতি। এর অংশ হিসেবে দুটি দুই দিনের ও একটি তিন দিনের ম্যাচ খেলার সূচি আছে জাতীয় পুলের ক্রিকেটারদের।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্র ও শনিবার প্রথম অনুশীলন ম্যাচের পর সোমবার শুরু হবে দ্বিতীয় ম্যাচ। ১৩ অক্টোবর থেকে তিন দিনের ম্যাচও হবে একই ভেন্যুতে।
ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন কুমার দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
রায়ান কুক একাদশ: ইয়াসির আলি চৌধুরী, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, আল-আমিন হোসেন
Comments