জোকোভিচের আরও একটি আগ্রাসী পারফরম্যান্স
চলতি বছরে নোভাক জোকোভিচ রূপ নিয়েছেন অপ্রতিরোধ্য শক্তিতে। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় যাকে সামনে পাচ্ছেন, তাকেই কচুকাটা করছেন। এই সার্বিয়ানের সবশেষ শিকার হয়েছেন রিচার্দাস বেরাঙ্কিস। দেড় ঘণ্টারও কম সময়ে তাকে হারিয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ৩৩ বছর বয়সী তারকা।
বৃহস্পতিবার রোল্যাঁ গ্যারোঁতে সরাসরি সেটে লিথুয়ানিয়ার বেরাঙ্কিসের বিপক্ষে জিতেছেন জোকোভিচ। একপেশে লড়াইয়ের স্থায়িত্ব ছিল মাত্র এক ঘণ্টা ২৩ মিনিট। প্রথম সেটের ফয়সালা হয়েছে ২২ মিনিটে। সেখানে বেরাঙ্কিস জিততে পেরেছেন কেবল ১০ পয়েন্ট! অর্থাৎ শুরু থেকেই নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছেন প্রতিযোগিতার অন্যতম ফেভারিট জোকোভিচ।
র্যাঙ্কিয়ের ৬৬তম স্থানে থাকা প্রতিপক্ষকে ৬-১, ৬-২ ও ৬-২ গেমে হারানোর পর ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা বলেছেন, ‘(ম্যাচ চলাকালীন) খুব ভালো অনুভব করছিলাম। আশা করছি, (সামনে) এভাবে চালিয়ে যেতে পারব।’
ফরাসি ওপেনে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে মোটে ১০ গেম হেরেছেন জোকোভিচ। সবমিলিয়ে তাকে থাকতে কোর্টে থাকতে হয়েছে মাত্র চার ঘণ্টার মতো। আগামী শনিবার তৃতীয় রাউন্ডে তিনি মোকাবিলা করবেন কলম্বিয়ার দানিয়েল এলাহি গালানকে।
জোকোভিচের মতো সহজ জয় পেয়েছেন স্তেফানোস সিতসিপাস। পঞ্চম বাছাই গ্রিক তারকা উরুগুয়ের পাবলো কুয়েভাসকে হারিয়েছেন ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ স্লোভেনিয়ার আলিয়াজ বেদেনে।
নবম বাছাই কানাডার ডেনিস শাপোভালভ অবশ্য ছিটকে গেছেন দ্বিতীয় রাউন্ড থেকে। অঘটনের জন্ম দিয়ে তাকে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ১০১ নম্বরে থাকা স্পেনের রবার্তো করাবায়েস বায়েনা। পাঁচ ঘণ্টার ধুন্ধুমার লড়াইয়ে ৭-৫, ৬-৭ (৫-৭), ৬-৩, ৩-৬ ও ৮-৬ গেমে জিতেছেন তিনি।
নারী এককের দ্বিতীয় রাউন্ডে চমক দেখিয়েছেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কো। দুই নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। শিরোপা জেতার পর ছন্দ হারিয়ে ফেলা ২৩ বছর বয়সী ওস্তাপেঙ্কো গত দুই আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন।
Comments