শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখনো শুরু হয়নি
নাব্যতা সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ফেরি পারাপার শুরু হয়নি। চ্যানেলে উপযুক্ত গভীরতা না থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে ৫০টির মতো যানবাহন।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সকালে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে আজ বেলা ১২টা পর্যন্ত আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এ ছাড়া, সকালে পরীক্ষামূলক কোনো ফেরিও দুই ঘাট থেকে ছাড়েনি।’
‘দীর্ঘদিন ধরেই এই নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচল করছিল। কখন ফেরি চালু হবে সেই বিষয়েও এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না’, যোগ করেন তিনি।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিমুলিয়া ঘাটে ৩০টি ট্রাক ও ২০টি যাত্রীবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। নতুন করে মাঝেমধ্যে কয়েকটা গাড়ি আসলেও এগুলো আবার ফিরে যাচ্ছে।’
Comments