টেকনাফে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলার এক মাদরাসা শিক্ষকের হাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গতকাল রাত ৯টায় গ্রেপ্তার করেছে।
অভিযোগে জানা যায়, টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালীর ওই মাদরাসায় অভিযুক্ত শিক্ষক বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা জানায়।
ভুক্তভোগীর বাবা জানান, বিকেলে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে মাদরাসা থেকে বাসায় এসে জানান ওই শিক্ষক একটি শ্রেণি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে গেছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী বলেন, ‘মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
টেকনাফ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত ৯টায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
Comments