কক্সবাজারে সংরক্ষিত বন থেকে বালু তোলার সময় ড্রেজার জব্দ
কক্সবাজারে সংরক্ষিত বন থেকে বালু তোলার সময় একটি ড্রেজার জব্দ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ। আজ শুক্রবার ভোরে মাছুয়াখালি সংরক্ষিত বন থেকে ড্রেজার ও একশ ফুট পাইপ জব্দ করা হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা সংরক্ষিত বনের ভেতরে থাকা একটি খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, এমন সংবাদ পেয়ে মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ অফিসার মামুন মিয়ার নেতৃত্বে বন বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়।’
বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৩০ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলার চেষ্টা করে। পরে প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায় বলে জানান তিনি।
তিনি বলেন, ‘বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’
Comments