এমসি কলেজে ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি ৩ আসামির
সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি) ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল ইসলাম।
পাঁচ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতে প্রথমে অর্জুন লস্করের এবং পরে সাইফুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন বিচারক জিয়াউর রহমান। সিলেট সহকারী মহানগর হাকিম আদালতে রবিউল ইসলামের জবানবন্দি গ্রহণ করেন বিচারক সাইফুর রহমান।
জবানবন্দি গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
গত রোববার গ্রেপ্তারের পর সোমবার তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সহকারী মহানগর হাকিম সাইফুর রহমান।
গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ। এ ঘটনায় সেদিন রাতেই ধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহ পরান থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
এমসি কলেজে ধর্ষণ: আদালতে জবানবন্দি দিচ্ছেন সাইফুর ও রবিউল
এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে ৩ আসামি আদালতে, অর্জুনের স্বীকারোক্তি
এমসি কলেজে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এমসি কলেজে ধর্ষণ ঘটনায় ‘ছাত্রলীগ’র ৬ জনের নামে মামলা
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আসামি যারা
এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান, অস্ত্র উদ্ধার
আমার দিকটাও বোঝেন, আমার কী সীমাবদ্ধতা, আমি কতটা অসহায়: এমসি কলেজের অধ্যক্ষ
Comments